‘আই’ সো একসাইটেড’, ‘জাম্প (ফর মাই লাভ) এবং ‘ফায়ার’ গানগুলোর জন্য খ্যাত গ্র্যামিজয়ী ব্যান্ড পয়েন্টার সিস্টার্সের অন্যতম সদস্য অ্যানিটা পয়েন্টার ৭৪ বছর বয়সে মারা গেছেন। নববর্ষের দিন তার বেভারলি হিলসের বাড়িতে আত্মীয় পরিজনের মাঝে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তীতুল্য ব্যান্ডটির সদস্যাদের মধ্যে এখন শুধু বেঁচে আছে রুথ পয়েন্টার (৭৬)। এর আগে জুন ২০০৬তে ৫২ বছর বয়সে এবং বনি ২০২০তে ৬৯ বছর বয়সে মারা যান। রুথ এবং তার দুই ভাই অ্যারন ও ফিট্জ এক বিবৃতিতে বলেন, আমরা গভীরভাবে মর্মাহত হলেও এই ভেবে শান্তি পাচ্ছি যে অ্যানিটা এখন তার কন্যা জেডা এবং দুই বোন জুন ও বনির সঙ্গে শান্তিতে আছে। তিনি আমরণ আমাদের একসঙ্গে রেখেছিলেন। পরিবারের প্রতি তার ভালবাসা আমাদের মাঝে বেঁচে থাকবে। ১৯৭০ ও ১৯৮০’র দশকে বোনদের এই ব্যান্ডের অনেকগুলো অ্যালবাম মুক্তি পায়। তাদের প্রথম হিট সিঙ্গল ‘ইয়েস উই ক্যান ক্যান’ মুক্তি পায় ১৯৭৩ সালে। ব্যান্ডের হিট গানগুলো ‘ফায়ার’ (১৯৭৮), ‘হি’জ সো শাই’ (১৯৮০), ‘স্লো হ্যান্ড’ (১৯৮১), নিউট্রন ড্যান্স’ (১৯৮৩), ‘অটোমেটিক’ (১৯৮৩), এবং ‘জাম্প’ (১৯৮৩)। ১৯৭৩ সালে ‘আই’ম সো একসাইটেড’ এখনও জনপ্রিয় ক্লাসিক। পরিবার ভিত্তিক ব্যান্ডটি ৩টি গ্র্যামি জয় করে এবং ১৯৯৪ সালে হলিউড ওয়াক অফ ফেইমে তারকা লাভ করে। ২০০৩ সালে একমাত্র কন্যা জেডা রাশন পয়েন্টার ২৭ বছর বয়সে ক্যান্সারে মারা গেলে অ্যানিটা একেবারে ভেঙে পড়েন। রুথ তার কন্যা আইসা এবং নাতনী সাডাকোর সঙ্গে এখনও ব্যান্ডটির কার্যক্রম অব্যাহত রেখেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন