বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইরান ও রাশিয়া যৌথ প্রযুক্তি কেন্দ্র চালু করবে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ৪:৩৯ পিএম

অদূর ভবিষ্যতে রাশিয়ার সহযোগিতায় একটি যৌথ আন্তর্জাতিক প্রযুক্তি এবং উদ্যোক্তা কেন্দ্র চালু করা হবে।

বার্তা সংস্থা ইসনা-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইরান সফর করা বেশ কয়েকটি রাশিয়ান স্টার্টআপের প্রতিনিধিরা তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বেহরুজ আবতাহির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে আবতাহি যৌথ স্টার্টআপ কার্যক্রম বাড়ানো এবং একটি আন্তর্জাতিক প্রযুক্তি ও উদ্যোক্তা কেন্দ্র চালু করার জন্য প্রস্তুতির ঘোষণা দেয়।

৪৯টি বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক এবং সাড়ে সাত হাজারটি প্রযুক্তিগত কোম্পানি এবং অসংখ্য জ্ঞান-ভিত্তিক কোম্পানি নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ইরানের মূল্যবান অভিজ্ঞতা রয়েছে।

এছাড়াও উদ্ভাবন এবং উদ্যোক্তা বাস্তুতন্ত্রের উন্নয়নের ক্ষেত্রে জ্ঞান-ভিত্তিক, সৃজনশীল এবং প্রযুক্তিগত সংস্থাগুলির রপ্তানি ক্ষমতাকে শক্তিশালী এবং জোরদার করার লক্ষ্যে ইরানে ৬৫টি সৃজনশীল হাউজ ও উদ্ভাবন কেন্দ্র এবং ৩০টি বিশেষ এক্সিলারেটর প্রতিষ্ঠিত হয়েছে।

সূত্র: তেহরান টাইমস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন