শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নগরীর ২নং রেলগেটে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ৩:৫৬ পিএম

নারায়ণগঞ্জে রেলওয়ে কর্তৃপক্ষ শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে।বুধবার (৪ জানুয়ারি) সকালে শহরের ২নং রেলগেট এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভশনাল এস্টেট অফিসার মো. সফি উল্লাহ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, এরই মধ্যে আমরা শতাধিক অবৈধ স্থাপনা-দোকান উচ্ছেদ করেছি।
অভিযান চলছে ঠিক কতগুলো উচ্ছেদ হবে তা এখনি বলা যাচ্ছে না। অবৈধ স্থাপনা বা দোকান কোনোটাই ছাড় দেওয়া হবে না
রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, এখানে ডাবল লাইন প্রকল্পের মালামাল আসবে। যার কারণে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। রেল লাইনের দুই পাশে যত স্থাপনা রয়েছে সকল স্থাপনাই অবৈধ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন