একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এলএলএম ( আইন বিষয়ে মাস্টার্স) পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি পেয়েছেন।
গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী জাকির হোসেন জুয়েল। তিনি বলেন,
রুহুল কবির রিজভী একজন আইনজীবী। তিনি এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত রয়েছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম (মাস্টার্স) করছেন। আগামী সপ্তাহে তার এলএলএম-এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলএম পড়ছেন।
এ পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি চেয়ে ৪ জানুয়ারি আবেদন করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত কারা বিধি অনুসারে তাকে পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি দিয়েছেন।
গত বছর ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ।
অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেকে গ্রেফতার হন। এদের মধ্যে রূহুল কবির রিজভীকে পুরনো কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন