চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি শ্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (ডিআইইউডিসি) জাতীয় বিতর্ক মহোৎসবে ঢাকা বিশ^বিদ্যালয় চ্যাম্পিয়ন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। কলেজ পর্যায়ে সেন্ট যোশেফ কলেজের যোশেফাইটস ডিবেটিং ক্লাব চ্যাম্পয়ন ও সরকারি বিজ্ঞান কলেজের গভনমেন্ট সাইন্স ডিবেটিং ক্লাব রানার আপ হয় এবং স্কুল পর্যায়ে মতিঝিল আইডিয়েল স্কুল চ্যাম্পিয়ন এবং সরকারি ল্যাবরেটরি স্কুল রানার আপ হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিজভি হাসান কলেজ পর্যায়ে সেন্ট যোশেফাইটসের আতিক এবং সকল পর্যায়ে ওয়াসি আজমাইন চৌধুরী শ্রেষ্ঠ বক্তার পুরস্কার লাভ করেন। সম্প্রতি আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাপম্পাসে আয়োজিত ডিআইইউডিসি জাতীয় বিতর্ক মহোৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী এবং বসন্তবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দীপু মনি। অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্ট্রিজের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এএমএম হামিদুর রহমান, সুশীল শীল, সাধারণ সম্পাদক, সর্বদলীয় সংসদীয় গ্রুপ, এমিরিটাস প্রফেসর আমিনুল ইসলাম, ফারহানা হেলাল মেহতাব. মডারেটর ও এরফান এলাহী শরীফ সভাপতি ডিআইইউ ডিসি । - বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন