শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ক্ষমতার মেয়াদ পুর্ন হওয়ার একদিন আগেও আওয়ামী লীগ সরকার পদত্যাগ করবে না --এ্যাডভোকেট কামরুল ইসলাম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ১:৫৭ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ঢাকা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকে কামরুল ইসলাম বলেছেন,ক্ষমতার মেয়াদ পুর্ন হওয়ার ১দিন আগেও আওয়ামী লীগ সরকার পদত্যাগ করবে না। ক্ষমতার মেয়াদ পুর্ন হওয়ার পরে নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অধীনেই সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহনে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। সে নির্বাচনে জনগনের ভোটে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এদেশে আর কখনোই তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। তিনি আজ শুক্রবার সকালে মডেল থানার কালিন্দী পারজোয়ার উচ্চবিদ্যালয় মাঠে কালিন্দী ইউনিয়ন আওয়মী লীগের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন,করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই করোনার মোকাবেলা করতে সক্ষম হয় বাংলাদেশ।বিদেশে সে সময় করোনার টিকা টাকার বিনিময়ে দেয়া হলেও আমাদের দেশে বিনা পয়সায় টিকা দেয়ার ব্যবস্থা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে বিশ্বময় মন্দার সময়েও প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে আমাদের দেশ ভালভাবে পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ একটি জনবান্ধব সরকার। এসরকারের আমলেই দেশে অভ’তপূর্ব উন্নায়ন হয়েছে যা স্বাধীনতার পরে অন্য কোন সরকার করতে পাওে নাই।এসময় উপস্থিত ছিলেন মডেল থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ চৌধুরী সেলিম,সাধারন সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মোস্তান ও সাধারন সম্পাদক এহসান উদ্দীন আহমেদ প্রমুখ। কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় দুই হাজার অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন