প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’ এখনও ব্রিটেনে প্রকাশিত হয়নি। কিন্তু বৃহস্পতিবারই তা প্রকাশিত হয় স্পেনে। আর সেই থেকে চলছে স্পেয়ার নিয়ে চর্চা। এর মধ্যে জানা গেছে, হ্যারির বাবা কিং চার্লসের এক উদ্ভট রসিকতা সম্পর্কে। চার্লস নাকি ছেলেকে ঠাট্টা করে বলেছিলেন, ‘কে বলতে পারে আমি তোমার সত্যিকারের বাবা কি না।’
কিন্তু কেন এমন উদ্ভট রসিকতা করেছিলেন চার্লস? হ্যারির দাবি, সেই সময় একটা গুঞ্জন ক্রমেই বাড়ছিল তিনি নাকি প্রিন্সেস ডায়না ও মেজর হিউইটের সন্তান! এমন গুজব রটছিল বলেই মেজাজ হারিয়েছিলেন চার্লস। রসিকতার সুরে বলেছিলেন, ‘কে জানে আমি আদৌ তোমার বাবা কি না? প্রিয় পুত্র, হয়ত তোমার বাবা ব্রডমুকে রয়েছে।’
ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের সূত্রে জানা গেছে, ভাই উইলিয়ামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন হ্যারি। তিনি বলেন, ‘রান্নাঘরে আমরা দুই ভাই কথা বলছিলাম। সেই সময়েই আমার স্ত্রী মেগানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে উইলিয়াম। তারপরেই কলার ধরে মাটিতে ফেলে দেয়। কুকুরের খাবার বাটির উপরে পড়ে যাই। বাটিটা ভেঙে আমার পিঠে ক্ষত হয়। হতচকিত হয়ে কিছুক্ষণ মাটিতে পড়েছিলাম। তারপর উঠে দাঁড়িয়ে উইলিয়ামকে চলে যেতে বলি।’
গার্ডিয়ান আরও বেশ কিছু বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছে। জানা গেছে, একটি ফ্যান্সি ড্রেস অনুষ্ঠানে হ্যারিকে নাজিদের পোশাক পরতে বলেছিলেন উইলিয়াম ও কেট। এবার সামনে এল চার্লসের প্রসঙ্গও। বই প্রকাশের আগেই এত তথ্য কী করে ফাঁস হয়ে গেল, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রকাশক সংস্থা পেঙ্গুইনের বিরুদ্ধে তদন্তও শুরু হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন