বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

‘প্রিন্স হ্যারিকে আন্তর্জাতিক আদালতে বিচার করা উচিত’ : তালেবান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ১২:৫০ পিএম

ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারিকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা উচিত বলে উল্লেখ করেছেন একজন তালেবান কর্মকর্তা। প্রিন্স হ্যারি তার প্রকাশিতব্য আত্মজীবনীতে ২৫ জন আফগানকে হত্যার কথা উল্লেখ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে তার বিচার দাবি করেছেন তালেবান কর্মকর্তা।

তালেবানের মুখপাত্র খালিদ জাদরান ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফকে বলেন, ‘প্রিন্স হ্যারিকে আফগান প্রদেশ হেলমান্দে সবসময় স্মরণ করা হবে। আফগানরা তাদের নিরপরাধ দেশবাসীদের হত্যার কথা কখনই ভুলবে না।'

তিনি আরও বলেন, ‘এ ধরনের অপরাধীদের একদিন আন্তর্জাতিক আদালতে আনা হবে। হ্যারির মতো অপরাধী যারা গর্বের সাথে তাদের অপরাধ স্বীকার করেছে, তাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আদালতে হাজির করা হবে।'
জাদরান জানিয়েছেন, হ্যারি এবং তার সাঙ্গপাঙ্গদের নিষ্ঠুর ও বর্বর কর্মকাণ্ড আফগান জনগণকে ক্ষুব্ধ করেছিল। তাদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের দিকে পরিচালিত করেছিল।

প্রিন্স হ্যারির আত্মজীবনী 'স্পেয়ার' ১০ জানুয়ারি প্রকাশিত হবে। এই বইয়ে তিনি আফগানিস্তানের নাগরিকদের হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ২০১২ সালে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে আফগানিস্তানে যুদ্ধ করার সময় তিনি একটি অ্যাপাচি হেলিকপ্টারের পাইলট ছিলেন। সে সময় ৬টি অভিযানে তিনি ২৫ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছেন। সূত্র: দ্য টেলিগ্রাফ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
GOLAM RABBI ৭ জানুয়ারি, ২০২৩, ১২:৫৮ পিএম says : 0
আল্লাহ্‌ প্রিন্স হ্যারিকে লাঞ্ছিত করুক ।
Total Reply(0)
MD Akkas ৭ জানুয়ারি, ২০২৩, ২:৫৯ পিএম says : 0
বৃটিশ তথাকথিত রাজপরিবার এদের জন্মলগ্ন থেকেই মানুষ হত্যার সাথে জড়িত। এদের আন্তর্জাতিক আদালতে বিচার হোওয়া উচিত।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন