বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এটা সিরিয়ারই নয়, একই সাথে ইরান-রাশিয়ারও বিজয় : আসাদ

সিরীয় বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে আলেপ্পো

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের হাত থেকে আলেপ্পো শহর মুক্ত করা শুধু তার দেশের বিজয় নয় বরং তা ইরান ও রাশিয়ারও বিজয়। দামেস্ক সফররত ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারির সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। আসাদ বলেন, আলেপ্পোর মুক্তি শুধু সন্ত্রাসীদের পরাজয় নয়; এ পরাজয় তাদের সমর্থক ও পৃষ্ঠপোষকদেরও। অপরদিকে প্রায় এক সপ্তাহ পর পূর্ব আলেপ্পো থেকে বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক রেডক্রস কমিটি এ তথ্য জানিয়েছে। এর ফলে পূর্ব আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ পেল সিরিয়ার সরকারি বাহিনী। ২০১১ সালে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই শুরুর পর এটিকে বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সবচেয়ে বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। আলেপ্পো মুক্তির প্রশংসা করে আসাদ বলেন, এই সফলতা সিরিয়ায় সন্ত্রাসবাদ অবসানের দিকে নিয়ে যাবে এবং চলমান যুদ্ধ বন্ধের সঠিক পরিবেশ তৈরি করবে।  বৈঠকে জাবেরি আনসারি বলেন, ইরান ও সিরিয়ার কৌশলগত সম্পর্ক দু’দেশকে শক্তিশালী করেছে এবং বিদেশী ষড়যন্ত্র মোকাবেলায় আঞ্চলিক দেশকে সাহায্য করেছে। এছাড়া, সিরিয়ার চলমান সংকট ও সন্ত্রাসবাদ-বিরোধী কূটনৈতিক তৎপরতা নিয়ে তিনি প্রেসিডেন্ট আসাদকে অবগত করেন। রেডক্রস জানিয়েছিল, পূর্ব আলেপ্পো থেকে বেসামরিক নাগরিক ও বিদ্রোহীদের সরিয়ে নেয়ার কাজ শেষ পর্যায়ে। রেড ক্রসের মুখপাত্র ক্রিস্টা আর্মস্ট্রং বলেছেন, আহত ও যোদ্ধাসহ যেসব বেসামরিক নাগরিক আলেপ্পো থেকে চলে যেতে চেয়েছেন তাদেরকে সরিয়ে নেয়া হয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী জানিয়েছে, শেষ বিদ্রোহী যোদ্ধাদের শহর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর তারা আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। গত সপ্তাহে পূর্ব আলেপ্পো থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় বিদ্রোহীরা। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের আলেপ্পো ছাড়ার সুযোগ করে দিতে রাজী হয় আসাদ সরকার। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, সাত দিনে শহর থেকে ৩৪ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে। সানা, বিবিসি, রয়টার্স, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন