বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আইসিইউতে বিয়ে!

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বিয়ে হয়েছে এক দম্পতির। সেখানে চিকিৎসাধীন ছিলেন বরের মুমূর্ষু বাবা। তাঁর শেষ ইচ্ছা পূরণ করতে আইসিইউতে সংক্ষিপ্ত পরিসরে ওই বিয়ের আয়োজনের অনুমতি দেন চিকিৎসকেরা। এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ৩৪ বছর বয়সী বর ব্যবসায়ী দীনেশ এন. দেব বলেন, আইসিইউতে এ ধরনের ঘটনা সাধারণত ঘটে না। অস্বাভাবিক পরিস্থিতির কারণেই অস্বাভাবিক এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, ‘গত ১৮ ডিসেম্বর নির্ধারিত তারিখে আমার সঙ্গে কনে সুবর্ণার বিয়ে দেখে যাওয়ার তীব্র আকাক্সক্ষা ছিল আমার বাবা নন্দকুমার দেবের। কিন্তু ১৮ তারিখের মাত্র কয়েক দিন আগে তিনি হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দেব জানান, দীননাথ মঙ্গেশকার সুপারস্পেশালিটি হসপিটালে তাঁর বাবা ৬৭ বছর বয়সী নন্দকুমারের এনজিওপ্লাস্ট করা হয়। এরপর তিনি কিছুটা সুস্থ হলে হঠাৎ তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এরপর কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখা হয়। তাঁর অবস্থার দ্রুত পরিবর্তন হতে থাকে। বিয়ের নির্ধারিত দিনের কয়েক দিন আগেও হাসপাতাল থেকে তাঁর বাবার আরোগ্য লাভ বা বেঁচে থাকার বিষয়ে তেমন কোনো আশা দেওয়া হচ্ছিল না। পরে উভয় পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তাঁর বাবার শেষ ইচ্ছা পূরণের সিদ্ধান্ত নেন। এরপর তাঁরা আইসিইউতে সংক্ষিপ্তভাবে বিয়ের আয়োজনের জন্য অনুমোদন নেন। দেব আরও জানান, হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ধনঞ্জয় কেলকারসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা ১৭ ডিসেম্বর রাতে আইসিইউতে দ্রুত বিয়ে শেষ করার অনুমতি দেন। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন