শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রকে দেখে ভারতের শিক্ষা নেয়া উচিত

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দলাই লামার অরুণাচল সফর নিয়ে ফের উত্তাপ বাড়ছে বেইজিং-দিল্লির মধ্যে। দলাই লামার অরুণাচল সফরকে যে একেবারেই ভাল চোখে দেখছে না বেইজিং, তা ফের স্পষ্ট করে দিল চীনের সংবাদপত্র গ্লোবাল টাইমস। ভারতকে তীব্র কটাক্ষ করে চীনের ওই সংবাদপত্র বলেছে, অবুঝ শিশুর মত ব্যবহার বন্ধ করুক ভারত। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রও চীনের সঙ্গে বিতর্কে জড়ায় না বলেও দাবি করেছে। চীনের ওই সংবাদপত্রের কথায়, উন্নত দেশ হওয়ার মতো সমস্ত ক্ষমতা ভারতের রয়েছে। কিন্তু ভারতের অদূরদর্শিতার জন্য মাঝে মধ্যে তারা অবুঝ শিশুর মতো ব্যবহার করে। তাইওয়ানকে নিয়ে সম্প্রতি চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাদানুবাদ শুরু হয়। তারপর অনেকটাই বুঝে গেছে ওয়াশিংটন। তাই এবার যুক্তরাষ্ট্রকে দেখে ভারতের শিক্ষা নেওয়া উচিত বলেও মত প্রকাশ করেছে চীন। শুধু তাই নয়, চীনের সঙ্গে লড়তে গেলে ফল ভাল হবে না দেখে, ডোনাল্ড ট্রাম্পও চুপসে গেছেন বলেও দাবি করেছে পত্রিকাটি। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন