সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসন ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গের সঙ্গে আজ (রোববার) সুইডেনের সালেমে ন্যাটোতে সুইডেনের যোগদান নিয়ে আলোচনা করবেন। খবর সুইডিশ টিভির।
সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির বর্তমান নেতা অ্যান্ডারসনও আলোচনায় যোগ দেবেন। হাঙ্গেরির সংসদ আগামি মাসে (ফেব্রুয়ারি)সুইডেনের ন্যাটোর সদস্যপদ অনুমোদন করবে বলে আশা করা হচ্ছে। তবে, তুর্কি সংসদ কী করবে- তা স্পষ্ট নয়।
নিয়ম অনুযায়ী, ন্যাটোতে যোগদানের জন্য সুইডেনের আবেদনটি ন্যাটোর ৩০ সদস্যকে সর্বসম্মতিক্রমে পাস করতে হবে।
বর্তমানে ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়টি তুর্কি এবং হাঙ্গেরির পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন