শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ব্রাজিলে হামলার ঘটনায় আটক চার শতাধিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২৩, ২:২৮ পিএম

ব্রাজিলের কংগ্রেস, রাষ্ট্রপতি ভবন ও সুপ্রিম কোর্টে হামলার ঘটনায় চার শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ হামলা চালায় দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা। এর মধ্যেই সরকারি সব স্থাপনার পুনর্দখল নিয়েছে নিরাপত্তা বাহিনী।

দেশটির বিচার ও জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ফ্লাভিও দিনো এ বিষয়গুলো নিশ্চিত করেন।
ব্রাসিলিয়ার গভর্নর ইবানেস রোচা এক ট্যুইটে লেখেন, ইতিমধ্যে হামলার সঙ্গে জড়িত চার শতাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমন অপরাধের জন্য তারা শাস্তি পাবে। আমরা এ সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণকারী অন্যদের চিহ্নিত করছি। একই সঙ্গে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ চালিয়ে যাচ্ছি।
সোশালে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার বিক্ষোভকারী রাষ্ট্রপতি ভবনের দিকে এগোচ্ছেন। কর্তৃপক্ষের নিরাপত্তাবেষ্টনী ভেঙে তারা ঢুকে যাচ্ছেন ভবনের ভেতর, জড়ো হয়েছেন রাষ্ট্রপতি ভবনের ছাদে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন