শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাঙ্গলকোটে জামেয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নাঙ্গলকোট(কুমিল্লা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২৩, ৪:১০ পিএম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির জামেয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী সারাদেশের মেধা তালিকায় প্রথম হওয়ায় রেদওয়ান হোসেন (৮) কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সে মৌকরা ইউপির কেশতোলা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

(৯ জানুয়ারী) সোমবার জামেয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জানা যায়,নূরানী তালীমূল কোরআন বোর্ড বাংলাদেশ অধীনে ২০২২ সালে ডিসেম্বর অনুষ্ঠিত ৩য় শ্রেণির সমাপনী পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।সারাদেশের সাড়ে ২৭ হাজার শিক্ষার্থীর মধ্যে রেদওয়ান হোসেন (৮) ৬ শ নাম্বারের মধ্যে ৫৯৮ নং পেয়ে প্রথম স্হান অর্জন করেন।এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা করায় ৬ শিক্ষার্থীকেও সংবর্ধনা দেওয়া হয়।

এতে জামেয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা এনায়েত উল্লাহর সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ নূরানী তালীমুল কোরআন বোর্ডের সদস্য ও কুমিল্লা জেলার অর্থ সম্পাদক মাওলানা মোঃ নূরুল ইসলাম ফয়েজী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জামেয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাওলানা ইদ্রিস,হাফেজ জাহাঙ্গীর আলম,নূরনী বিভাগের প্রধান মাওলানা ফখরুল,মাসটার শহীদ উদ্দিন প্রমূখ।
পরে দাতা সদস্য অভিভাবক ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন