শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনেদেন কমেছে

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক ঃ সূচকের সামান্য বৃদ্ধিতে গতকাল শেষ হয়েছে চলতি সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো সূচক বেড়েছে। তবে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে।
বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬.৮৭ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫৮৭.৬৬ পয়েন্টে। বুধবার সূচক বেড়েছিল ১.৯৩ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ৩২৫টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৫৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।
এদিকে গতকালও ডিএসইতে ৪০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে। বুধবারের তুলনায় ৩০ কোটি ৪৫ লাখ টাকা কমে দিনশেষে লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৭৭ লাখ টাকা। এ নিয়ে টানা ৫ কার্যদিবসে ৪০০ কোটি টাকার ঘরে লেনদেন হলো ডিএসইতে। গতকাল লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট। দিনশেষে কোম্পানিটির ২৫ কোটি ৭৫ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের লেনদেন হয়েছে ২৫ কোটি ২৭ লাখ ৬৯ হাজার টাকা। ২০ কোটি ৭০ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম লিমিটেড। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, খুলনা পাওয়ার, আমান ফিড, স্কয়ার ফার্মা, এমারল্ড অয়েল।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৬.০৯ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৬০৯.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩০ কোটি ৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন