শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চিরনিদ্রায় শায়িত হলেন মীরসরাইয়ে সাংবাদিক নিজাম উদ্দিন

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ৪:৩৮ পিএম

 মীরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন চিরনিদ্রায় শায়িত হলেন। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় হাজারো জনতার অংশগ্রহণে মীরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকায় তার নিজ বাড়ির আঙ্গিনায় জানাযার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয়।

মীরসরাইয়ের প্রথম সংবাদপত্র ‘‌‌মাসিক মীরসরাই’ ও চট্টগ্রামের বন্দরনগরী পত্রিকার সম্পাদক ও প্রকাশক নিজাম উদ্দিন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিন তাঁর নামাজের জানাযার পূর্বে নিজাম উদ্দিনের বর্ণাঢ্য জীবনের ওপর বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম নিজামী, মীরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, সাবেক পৌর মেয়র এম শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মরহুমের ছোটভাই সেলিম উদ্দিন, মীরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মীরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, চাঁদপুর রহীম নগরের পীর সাহেব মেজবাহ উদ্দিন লতিফী, মীরসরাই কামিল মাদরাসার মুহাদ্দিস সালাউদ্দিন লতিফী এবং মরহুমের একমাত্র ছেলে ওয়াকিল বিন নিজাম সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন