অস্ত্র মামলায় নূরুল আলম নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন কক্সবাজারের
আদালত।
সোমবার (১৬ জানুয়ারি) বিকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ইসমাঈল এই ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামী টেকনাফর উপজেলার শামলাপুর জাহাজপুরা এলাকার ইজ্জত আলীর পুত্র।
সত্যতা নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ ফরিদুল ইসলাম।
তিনি জানান, ২০১৭ সালের ২৩ মার্চ র্যাব-৭ এর একটি দল শামলুপার নতুনপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আসামী নূরুল আলমকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও চার রাউন্ড কার্তজসহ হাতেনাতে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে আস্তানা থেকে আরো তিনটি বন্দুক, একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগান ও কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করেন। এই ঘটনায় র্যাব বাদি হয়ে টেকনা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে দোষী সাবস্ত্য হওয়ায় আসামী নূরুল আলমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
আসামী পলাতক রয়েছে বলে জানিয়েছেন পিপি ফরিদুল ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন