শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে কিয়েভের বিদ্যুত অবকাঠামো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ২:১৬ পিএম

কিয়েভের বিদ্যুত অবকাঠামো যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে কারণ রাশিয়ার সে সব অবকাঠামোতে আঘাত করার ক্ষমতা রয়েছে, শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো সোমবার রয়টার্সের সাথে একটি সাক্ষাতকারে বলেছেন।

ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে তিনি বলেন, ‘আমরা পতনের কথা বলছি না, তবে এটি যে কোনো সেকেন্ডে ঘটতে পারে কারণ রাশিয়ান ক্ষেপণাস্ত্র কিয়েভ শহরে আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে পারে এবং শুধু সেখানেই নয়, অন্যান্য শহরেও।’

কিয়েভ মেয়র যোগ করেছেন যে, কিয়েভে বিদ্যুতের ঘাটতি এখন খরচের প্রায় ৩০ শতাংশ।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো এর আগে বলেছিলেন যে, কিয়েভ, ভিনিতসা, ইভানো-ফ্রাঙ্কোভস্ক, লভভ এবং খারকভ অঞ্চলের পাশাপাশি জাপোরোজিয়া অঞ্চলের কিয়েভ-নিয়ন্ত্রিত অংশে বিদ্যুত সুবিধাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বেশিরভাগ ইউক্রেনীয় অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাট চালু করা হয়েছে। সূত্র: তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন