বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাগুরার মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ৬:০২ পিএম

মাগুরার মহম্মদপুরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবুল আক্তার (৫৫) নামের একস্কুল শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত বাবুল আক্তার উপজেলার পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।নিহতের আত্মীয়  জিহাদুল ইসলাম জানান, বাবুল আক্তার মৌফুলকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে মহম্মদপুরে আসার পথে লক্ষীপুর এলাকায় পৌঁছালে অপর দিক থেকে  আসা দ্রুতগামী কাঠবোঝাই ট্রলির ধাক্কায় তিনিসহ স্ত্রী এবং সন্তান পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তিন জনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুপুর একটার সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্কুলশিক্ষক বাবুল আক্তারের মৃত্যু হয়। তার স্ত্রী এবং সন্তানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোকছেদুল মোমিন বলেন, বাবুল আক্তারসহ মা ও ছেলের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সকলকেই ফরিদপুরে পাঠানো হয়। পরে শুনেছি বাবুল মারা গেছেন। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) অসিত কুমার পাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন