বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বৃহস্পতিবার থেকে খুলনায় শুরু হচ্ছে চরমোনাই’র নমুনায় তিন দিনব্যাপী মাহফিল

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ৬:৫৯ পিএম

খুলনায় চরমোনাইর নমুনায় তিনদিনব্যাপী ৩৮তম বাৎসরিক ওয়াজ মাহফিল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। নগরীর খালিশপুর থানার আওতাধীন গোয়ালখালী ক্যাডেট স্কীম মাদ্রাসা ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রথম দিন বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ জোহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে তিনদিনব্যাপী বাৎসরিক মাহফিল শুরু হবে। উদ্বোধনী বয়ান করবেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বয়ান করবেন মাওলানা ফরিদ আহমেদ, মাওলানা আরিফ বিল্লাহ, মুফতি আব্দুল্লাহ ইয়াহহিয়া, মুফতি গোলামুর রহমান, মাওলানা আব্দুল মজিদ, মাওঃ নেয়ামতুল্লাহ আল ফরিদী, মুফতি রেজাউল করিম আবরার, ডঃ আ ফ ম খালিদ হোসেন, বাদ এশা আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই।
দ্বিতীয় দিন শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, এছাড়াও বয়ান করবেন আলহাজ্ব মাওলানা রশিদ আহমদ, মুফতি আব্দুর রহমান মিয়াজী, খন্দকার গোলাম মাওলা, মাওলানা মিছবাহ উদ্দিন, মাওলানা আলী আজাদ সাকাফি, হাফেজ মাওলানা মুশতাক আহমেদ, হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালীউল্লাহ, পীর সাহেব বরগুনা, বাদ এশা বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
তৃতীয় দিন শনিবার (২১ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম। এছাড়াও বয়ান করবেন মাওলানা জাহিদুর রহমান, মুফতি আরিফ বিল্লাহ, মুফতি আব্দুর রহিম, মাওলানা শেখ আব্দুল্লাহ, মুফতি ওমায়ের হোসাইনি, আল্লামা নুরুল হুদা ফয়েজী, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আল্লামা ওবায়দুর রহমান খান নদভী, মাওঃ আব্দুল আউয়াল, রাত নয়টায় বয়ান করবেন আমীরুল মুজাহিদীন ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
রবিবার (২২ জানুয়ারি) আখেরি বয়ান ও মোনাজাত করবেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম।
এছাড়াও আগামী ২০শে জানুয়ারী শুক্রবার সকাল দশটায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার ছাত্র গণজমায়েত এবং বিকাল তিনটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা আয়োজিত নগর ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনদিনব্যাপী মাহফিল খুলনাবাসীকে সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা বিভাগীয় ছদর হযরত মাওলানা হাফেজ আব্দুল আউয়াল, খুলনা জেলা সাধারণ সম্পাদক শেখ হাসান ওবায়দুল করিম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন