বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং বিএনপি'র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে তামিলে মুক্তি পেয়েছেন। তাদের আইনজীবীরা জামিনের কাগজ বিকেল ৪টার পরে কারাগারে পৌঁছান। পরে কারা কর্তৃপক্ষের মুক্তি পাওয়ার যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে
তারা সন্ধ্যা সোয়া ৬টার সময় ১মাস ১২দিন কারাভোগ করে জেলখান থেকে ফিরে আসেন। এ সময় জেল খেটে পূর্ব থেকে অপেক্ষমান বিএনপি'র শত শত নেতা কর্মীরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন এবং বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি বিএনপির অন্যান্য নেতাকর্মীদের মুক্তি চেয়ে মুহুর মুহুর স্লোগান দিতে থাকে। উল্লেখ্য গত ৭ ডিসেম্বর নয়া পল্টন বিএনপি'র কার্যালয় থেকে তাদের গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন