শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

৩২ বছর শুনানির পর ৬ মাস কারাবাসের সাজা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৩, ৮:০৩ পিএম

দুধে ভেজাল মেশাচ্ছে দুধওয়ালা- এমন অভিযোগ লেগেই থাকে প্রত্যেকদিন। কিন্তু ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরে এমন ঘটনায় এক দুধবিক্রেতার বিরুদ্ধে সোজা মামলা ঠুকে দেওয়া হয়েছিল।
আর টানা ৩২ বছর ধরে শুনানির পর অবশেষে বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণা করেছেন বিচারক। মামলায় অভিযুক্ত দুধ বিক্রেতা হরবীর সিং দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে ৬ মাস কারাবাসের সাজা দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানাও দিতে হবে হরবীরকে।
মামলার বিবরণী থেকে জানা যায়, দুধের মধ্যে পানিসহ বিভিন্ন ভেজাল মেশানোর অভিযোগে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বাসিন্দা হরবীর সিংহের বিরুদ্ধে ১৯৯০ সালের এপ্রিলে মামলাটি করা হয়েছিল। উত্তরপ্রদেশের খাদ্য দপ্তরের তৎকালীন কর্মকর্তা সুরেশ চাঁদ ছিলেন এই মামলার বাদি। ওই বছর ২১ এপ্রিল থেকে শুরু হয় মামলাটির শুনানি।
তারপর বছরের পর বছর ধরে চলতে থাকে এই মামলার শুনানি। অবশেষে ২০২২ সালের ১৮ জানুয়ারি, দীর্ঘ ৩১ বছর ৯ মাস পর মামলার রায় ঘোষণা করেন বিচারক। আসামিকে দোষী প্রমাণিত হওয়ায় তাকে সাজাও দেওয়া হয়।
রায় ঘোষণার সময় বিচারক বলেন, সমস্ত প্রমাণ খতিয়ে দেখে অভিযুক্ত দুধওয়ালা হরবীরকে দোষী সাব্যস্ত করা হলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন