শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

শরণখোলায় চুরি ঠেকাতে উদ্যোগ নিন

বাগেরহাটের শরণখোলাজুড়ে প্রতিনিয়ত বেড়েই চলেছে চুরির ঘটনা। প্রশাসনের কড়া নজরদারি না থাকায় দিনকে দিন বেপরোয়া হয়ে উঠেছে সংঘবদ্ধ চোর চক্র। এতে বিপাকে পড়েছে এলাকাবাসী। সবার মনে ভয় কাজ করছে, কখন না জানি আমার বাড়ি চুরি হয়? নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে জনমনে। উপজেলার উত্তর কদমতলা গ্রামে গত ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে ৫টি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরচক্র। এর আগে ৬ জানুয়ারি শামীম হাসান সুজন নামের আরেক ব্যক্তির বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়। ১৬ জানুয়ারি উপজেলার পাঁচ রাস্তার বাবুল সুপার মার্কেটের নাদিয়া ফার্মেসির মালিক ৩ ছিনতাইকারীর হামলায় আহত হন। এত চুরির ঘটনা ঘটার পরেও এখন পর্যন্ত প্রশাসনকে কোনো চোর ধরতে কোনো তৎপরতা দেখা যায়নি। এতে করে প্রশাসনের উপর থেকে সাধারণ মানুষের আস্থা উঠে যাচ্ছে। তাই, জরুরিভিত্তিতে উক্ত এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সাব্বির হোসেন
শিক্ষার্থী, শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ, বাগেরহাট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)