কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম মোল্লা (৩৫) হত্যা মামলার এজাহারভুক্ত ৬নং আসামি আ.লীগ মনোনীত ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. বাবুল আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল রোববার কুমিল্লা দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন আদালত। নিহত জহিরুল ইসলামের ছোট ভাই মামলার বাদী এসহাক মোল্লা বলেন, বাবুল চেয়ারম্যান আমার বড় ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। রোববার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে চেয়ারম্যানের জামিনের জন্য আবেদন করলে তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গত বছরের ৬ ডিসেম্বর জহিরুল ইসলাম হত্যার ঘটনায় এসহাক মোল্লা বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিলে গত ৮ ডিসেম্বর একটি হত্যা মামলার রুজু করা হয়। তার মধ্যে প্রধান আসামিসহ ১০ জনকে বিভিন্ন সময়ে জেল হাজতে প্রেরণ করা হয়। আরো ২২ জন আগাম জামিনে রয়েছে, বাকিরা পালাতক আছে। যারা পালাতক রয়েছে তাদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর বিকালে জমির মালিকানা নিয়ে মাছ ধরাকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষের সময় যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লাক কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন