শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন

দক্ষিণের জেলা বাগেরহাট। এ জেলার একটি উপজেলা সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চল শরণখোলা। এ উপজেলার ধানসাগর ইউনিয়নের পহলানবাড়ি-রাজাপুর বাজার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তাটির সংস্কারের কাজের টেন্ডার হয়েছে আবার কিছু কাজও হয়েছে। কিন্তু এক বছরের অধিক সময় ধরে অর্ধেক কাজ করে বাকি কাজ বন্ধ করে রেখেছে ঠিকাদার প্রতিষ্ঠান। এতে বিপাকে পড়েছেন ওই অঞ্চলের মানুষসহ রাস্তা দিয়ে চলাচলকারী হাজার হাজার পথচারী। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আশেপাশে থাকা ৫-৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীর। শুকনো মৌসুম হওয়ায় রাস্তায় গাড়ি চলাচলের কারণে প্রচুর ধুলো উড়তে থাকে। এই ধুলোর কারণে বাচ্চা থেকে শুরু করে বড়দেরও স্বাস্থ্যের সমস্যা হয়। এই ধুলো থেকে বাঁচতে রাস্তাটির সংস্কারের কাজ দ্রুত শেষ করা সময়ের দাবি। এ বিষয় সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মো. সাব্বির হোসেন
শিক্ষার্থী, শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ, বাগেরহাট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)