মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাদুঘরে পরিণত হবে তাবরিজের ক্লক টাওয়ার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ১০:৩৬ পিএম

প্রাচীন ইরানী শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন তাবরিজের ক্লক টাওয়ারটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য জাদুঘরে পরিণত হবে।

তাবরিজ মিউনিসিপ্যালিটির মালিকানাধীন একটি পর্যটন গন্তব্যে পুনর্গঠিত হওয়ার আগে স্মৃতিস্তম্ভটি পুনরুদ্ধার করা হবে। শনিবার একজন স্থানীয় কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন।

স্থানীয়ভাবে বোর্জ-ই সা'আত নামে পরিচিত স্মৃতিস্তম্ভটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। কেউ কেউ বলেন, তাবরিজে যাওয়া মানুষদের এই প্রতীকী ভবনটি না দেখে থাকা অসম্ভব।

সা'আত মানে ফারসি ভাষায় ঘড়ি এবং সা'আত টাওয়ার হল পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরিজের পৌর সরকারের সিটি হল এবং প্রধান অফিসের অন্তর্গত একটি ভবনের অংশ।

ভবনটিতে তাবরিজের সোনালী চাবি সহ তাবরিজের ঐতিহাসিক মানচিত্র এবং ফটোগুলি রাখা হয়েছে।

সূত্র: তেহরান টাইমস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন