বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঘোড়াঘাটে ২ যুবক নিহতের ঘটনায় শতাধিক বাড়ি ঘরে অগ্নিসংযোগ

হিলি (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ৭:১৯ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ যুবক নিহতের ঘটনায় প্রতি পক্ষদের বাড়ি ঘরে ্অগ্নি সংযোগ করেছে স্থানীয় জনতা। ২৬ জানুয়ারী বৃহস্পতিবার নিহত মনোয়ার হোসেন মিম (২৪) রাকিব হোসেন (২৫) এর বাদ জোহর জানাজা ও দাঢন শেষে খোদাদপুর গ্রামবাসী ও উত্তেজিত মুসল্লিরা প্রতিপক্ষ উমর আলীসহ প্রায় শতাধিক বাড়ি ঘরে অগ্নি সংযোগ করেছে।
অগ্নি সংযোগের ঘটনায় ্অগ্নি নির্বাপনের চেষ্টা করে আগুন নিভাতে পারেনি স্থানীয় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শণ করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
২৫ জানুয়ারী বুধবার সকাল সাড়ে ৮ টায় খোদাদাদপুর হঠাৎ পাড়া চারমাথায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান মনোয়ার হোসেন মিম (২৪) নামে এক যুবক । গুরুতর আহত অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান রাকিব হোসেন (২৫) নামে অপর এক যুবক। আহত হন ৫ জন।
নিহত মিম খোদাতপুর গ্রামের হায়দার আলীর পুত্র, রাকিব হোসেন একই গ্রামের ইসমাইল হোসেনের পুত্র।
এ ঘটনায় চুনিয়াপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র ওমর আলী (৫৫), তার স্ত্রী মোমেতা বেগম (৪৫) ও তার ছেলে সামিরুল ইসলাম (২০) নামে ৩ জনকে আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ।

জানা যায়, গাইবান্ধা থেকে আসা চরের বাসিন্দা ওমর আলী ঘোড়াঘাট উপজেলার খোদাদপুর চুনিয়াপাড়া গ্রামে জমি ক্রয় বরে বসবাস করে আসছিল। ওমর আলীর সাথে স্থানীয় হায়দার আলীর মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। ওমর আলী গত ৫/৬ মাস পূর্বে চর থেকে এসে খোদাতপুরে বসতবাড়ি গড়ে তোলে। ওই জায়গার আরেক অংশের মালিক হায়দার আলীর সাথে বিরোধে জড়িয়ে পড়ে।পরে তাদের এই বিরোধ গড়ায় আদালত পর্যন্ত। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ওমর আলীরা মাঝে মাঝেই জায়গাটি দখল নিতে আসেন।
২৫ জানুয়ারী বুধবার সকালে নিহত মিম ও তার বন্ধু নিহত রাকিব ওমর আলীর বাড়ি সংলগ্ন মিমের নিজস্ব গভীর নলকূপের সেচকাজ পরিচালনা করতে আসলে ওমর আলী ও তার পরিবারের সাথে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ওমর আলী সহ তার পরিবারের ৫-৬ জন সদস্য চাকু, ছুরি ও লাঠি নিয়ে অতর্কিত মিমদের উপর হামলা করে। এতে তাদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মিম মারা যায়। ২৬ জানুয়ারী বৃহস্পতিবার বাদ জোহর নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন (২৫) এর জানাজা ও দাফন শেষে খোদাদপরু গ্রামবাসী ও উত্তেজিত মুসুল্লিরা প্রায় শতাধিক বাড়ি ও ঘরে ্অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohmmed Dolilur ২৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম says : 0
লাভ নেই বাড়ি পোড়া দিয়ে,বাড়িতে আগুন দিলে ঘর পুড়বে মানুষ কি পোড়া যাবে না কি,সেটি না করে যারা ঐ দুইজন কে হত্যা করেছে,ওরা কোথায় আছে ওদের যত্ন করে হত্যা করে দিন,এবং ওদের গায়ের মাংস গুলি গৃহপালিত কুকুর কে না দিয়ে বনে নিয়ে কুকুর কে দিন,এবং কি হাডডি গুলি পোড়া দিন এবং ঐ চাই গুলি বনে নিয়ে বনের মধ্যে শয়তান গাছের গোড়ায় দিয়ে দিন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন