শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

একদল ক্ষমতায় থাকার জন্য মারামারি করে আরেকদল ক্ষমতায় যাওয়ার জন্য মারামারি করে -কাদের সিদ্দিকী

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ৮:০৯ পিএম

কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন,একদল ক্ষমতায় থাকার জন্য মারামারি করে, আরেকদল ক্ষমতায় যাওয়ার জন্য মারামারি করে। তিনি বলেন.সাড়ে তেইশ বছর পর আমার বোন শেখ হাসিনার সাথে দেখা করায় আ.লীগের লোকজন দুলাভাইকে বাব ডাকা শুরু করেছে,নীতিভ্রষ্ট হওয়া ভালো না,আমি আমার বোনকে বলেছি ২০১৮ সালে ভালো নির্বাচন হয় নাই,বঙ্গবন্ধুকে আপনাকে এদেশের মানুষ ভালোবাসে একটি ভালো নির্বাচন করুন। আগামী নির্বাচনে ভোট চুরি করলে টাঙ্গাইলে কোনভাবেই ভোট চুরি করতে দিবো। আমি(কাদের সিদ্দিকী)বোন(শেখ হাসিনা)কে বলেছি বিএনপি’র সমাবেশে বাধা দেওয়া উচিত হয়নি,বাধা দেওয়ায় তাদের তিনঘন্টার সমাবেশ ৬০ঘন্টা হয়েছে। আর বাধা না দিলে বিএনপি’র ১০টি সমাবেশ বসা নিয়ে বিবাদে কমপক্ষে ২হাজার চেয়ার ভাংচুর হতো। বৃহস্পতিবার(২৬জানুয়ারি)সখিপুর উপজেলার হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে নবগঠিত হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি হুমায়ুন আহমেদ খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক,আব্দুল হালিম সরকার লাল,এটিএম আবু সালেক হিটলু,এমএ সবুর,আবু জাহিদ রিপন,আশিক জাহাঙ্গীর প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন