বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ দেশের পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সাঁতাও’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৩, ৯:৫২ এএম

গণ-অর্থায়নে নির্মিত খন্দকার সুমনের সিনেমা ‘সাঁতাও’। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বেশ কয়েকটি চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। ‘সাঁতাও’ প্রেক্ষাগৃহে মুক্তির ইচ্ছে থাকলেও কোনো হলমালিক সিনেমাটি চলাতে চাননি বলে আক্ষেপ প্রকাশ করেছিলেন নির্মাতা সুমন। অবশেষে আজ (২৭ জানুয়ারি) বাংলাদেশের পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সাঁতাও’। দর্শক বাড়লে হল সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান নির্মাতা।

জানা গেছে, আজ ঢাকার বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, রংপুরের শাপলা সিনেমা হল, চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা বিভাগের সেরা সিনেমাটি।

গত ২০ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সাঁতাও’–এর প্রিমিয়ারে দর্শকমহলে প্রশংসিত হয়েছিল সিনেমাটি। উৎসবে সিনেমাটির দুটি প্রদর্শনী হয়েছে। সিনেমাটি নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও যাচ্ছে। নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক প্যানারোমা বিভাগে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এই তালিকায় নূর ইমরানের পাতাল ঘরের সঙ্গে আছে সাঁতাও।

এর আগে গত বছরের শেষভাগে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র ৫৩তম আসরে সিনেমাটি প্রদর্শিত হয়।

‘সাঁতাও’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। তারা ছাড়া ‘সাঁতাও’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফরিনা বুলবুল, রুবল লোদী, আলমগীর কবীর বাদল, রবি দেওয়ান, দীনবন্ধু পালসহ অনেকে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খন্দকার সুমন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন