বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অবসর নিচ্ছেন সব্যসাচী চক্রবর্তী

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

অভিনয়ের পাঠ চোকানোর ইঙ্গিত বললেন বাংলা ইন্ডাস্ট্রির ফেলুদা সব্যসাচী চক্রবর্তী। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই অভিনেতার ছবি প্রদর্শন হয়েছে। প্রবীণ অভিনেতা এই প্রথম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন। যেখানে সব্যসাচী অভিনীত ‘জেকে ১৯৭১’ ছবিটির প্রিমিয়ার হয়েছে। ছবির পরিচালনায় ফাখরুল আরেফীন খান। সব্যসাচী অভিনীত এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি দিয়েই ঢাকার ২১ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়। সেখানেই বাংলাদেশের এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, অভিনয় থেকে অবসর নিচ্ছেন তিনি। এদিন ‘ফেলুদা’কে তাঁর আর কোন নতুন ছবি আসছে, এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে অভিনেতা জানান, ‘আপাতত আমি কোনও সিনেমাতেই নাম লেখাচ্ছি না। আমি সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। সবাইকে আমি না করে দিচ্ছি। অনেক অফার এসেছে। অভিনয় করছি না।’ তবে হ্যাঁ, কেন তিনি বিদায় নিচ্ছেন, সে প্রসঙ্গে অভিনেতা জানান, এবার নিজের মতো করে বাকি সময় কাটাবেন তিনি। বাকি বয়সে পছন্দের খাবার, নিজের ইচ্ছা মত সব কাজ করবেন তিনি। ঘুমাবেন, বই পড়বেন, টেলিভিশন, ওটিটি দেখবেন, খেলা দেখবেন—আপাতত এই পরিকল্পনা রয়েছে তাঁর। আচমকা কেন অভিনয় থেকে বিদায় নিতে চান তিনি, সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘বুড়ো হয়ে গিয়েছি। কোভিডে আক্রান্ত হয়েছি। আমি অসুস্থ। এবার আমি অবসর নিতে চাই।’ ফেলুদার চরিত্রে অভিনয় করতে পারা তাঁর জীবনের অন্যতম সফলতম দিক। ‘জেকে ১৯৭১’ ছবির গল্প বলছে, ২৮ বছর বয়সী এক দুরন্ত সাহসী যুবককে ঘিরে, যিনি ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের একটি বোয়িং ৭২০ বিমানের ককপিটে উঠে পড়েন। তাঁর ব্যাগে বোমা ও হাতে বন্দুক। বিমানটিকে পাঁচ ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন তিনি। তাঁর দাবি ছিল, মুক্তিযুদ্ধের শরণার্থীদের জন্য ২০ টন ওষুধ ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া। ছবিতে পাকিস্তানি পাইলটের চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন