শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জোহানেসবার্গে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ২:২৭ পিএম

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। ব্যবসায়িক রাজধানী নিয়ন্ত্রণের জন্য কয়েক মাস ধরে রাজনৈতিক কৌশল এবং আইনি লড়াইয়ের পর শুক্রবার নতুন মেয়র নির্বাচিত হন।


ইসলামিক দল আল জামা-আহ পার্টির থাপেলো আমাদ (৪১) জোহানেসবার্গের মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার বৃহত্তম বিরোধী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ডিএ) প্রার্থী হিসেবে এই পদে নির্বাচিত হন। এখন তিনি বর্তমান মেয়র এমফো ফালাতসের (৪৫) স্থালাভিষিক্ত হবেন।

জয়ের পর উচ্ছ্বসিত আমাদ জানান, প্রথম মুসলিম হিসেবে দেশের সবচেয়ে বড় মহানগর পরিচালনার দায়িত্ব পাওয়ায় তিনি অভিভূত!

ভোটের পর তিনি কাউন্সিলে বলেছিলেন, ‘এই ঘটনা দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হয়ে থাকবে।’ তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার করেছেন। সূত্র : জিও টিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন