বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিতর্কিত পাঠ্যক্রম বাতিলে সিলেটে মানববন্ধন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ৬:৫৯ পিএম

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ২০২৩ সালে বিতর্কিত শিক্ষা সিলেবাসে পরিবর্তন এবং ইসলাম বিরোধী শিক্ষা কারিকুলাম প্রণয়নের প্রতিবাদে, জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবীতে অনুষ্ঠিত হয়েছে এক মানববন্ধন। আজ শনিবার (২৮ জানুয়ারি) বাদ আসর নগরীর কোর্ট পয়েন্টের সামনে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এইচ এম কিউ মঈনুল ইসলাম আশরাফী। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিনের পরিচালনায় মাববন্ধনে বক্তব্য প্রদান করেন বন্দরবাজার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন, মাছিমপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা শিব্বির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা এম এ রহিম, সিলেট ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতা মাওলানা হোসাইন আহমদ, কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল আহমদ, কেন্দ্রীয় সদস্য ইকবাল আহমদ, কেন্দ্রীয় সদস্য মারজান আহমদ, সুফিয়ান আহমদ, আবুল কাশেম, মামুন আহমদ, শরীফ আহমদ, রফিকুল ইসলাম সৌরভ, নুরুল ইসলাম, নজরুল ভূইয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বকীয়তা নষ্ট করতে এবং আগামীর প্রজন্মকে নৈতিকতা বিবর্জিত জাতিতে পরিনত করার গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে। মুসলমানের সন্তানদের ইমান আকিদা ও দেশপ্রেম ধ্বংসের জন্য শিক্ষানীতি প্রণয়নের দায়িত্ব ইসলাম বিরোধী শক্তির হাতে তুলে দেয়া হয়েছে। বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তি দিতে হবে অন্যথায় দেশব্যাপী সর্বস্তরের শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
বিজ্ঞপ্তি অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট, এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট এবং কৃষি ঋণ বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব বিভাগ কর্তৃক গঠিত বিভিন্ন প্রকার প্রণোদনা প্যাকেজ ও পুনঃঅর্থায়ন স্কিমসহ এসএমই ও কৃষি খাতের উন্নয়নে গৃহীত বাংলাদেশ ব্যাংকের কর্মকান্ডের সার-সংক্ষেপ উপস্থাপন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন