বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

বুয়েট নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এসোসিয়েশনের নেম ফেস্ট শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ৭:১২ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এসোসিয়েশনের তিন দিন ব্যাপি ‘নেম ফেস্ট’ শুরু হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) প্রথম দিনে ‘নেম ফেস্টের’ উদ্বোধন ও র‌্যালিসহ দিনব্যাপি নানাবিধ কর্মসূচি পালন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারি। এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা প্রফেসর ড. শহিদুল ইসলাম।

প্রথম দিনে ফটোগ্রাফি এক্সিবিশন, শিক্ষার্থীদের চাকরির বাজার ও ক্যারিয়ার বিষয়ে সেমিনার এবং বারবিকিউ নাইট অনুষ্ঠিত হয়েছে। রোববার দ্বিতীয় দিনে নেম অলিম্পিয়াড, থ্রিডি ডিসাইন কনটেস্ট এবং এক্সেল কনটেস্ট অনুষ্ঠিত হবে। শেষ দিন সোমবার গ্রান্ড ডিনার, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন