বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ব্রিটিশ অভিনেত্রী সিলভিয়া সিমস মারা গেছেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১০:৫৭ পিএম

ব্রিটিশ অভিনেত্রী সিলভিয়া সিমস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। ছয় দশক ধরে তিনি জড়িত ছিলেন অভিনয়ে। মৃত্যুকালে তিনি দুই সন্তান রেখে গেছেন। তার সন্তান বিটি এডনিও একজন অভিনেতা। অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার সন্তানরা একটি বিবৃতি প্রকাশ করে।

সেই বিবৃতিতে বলা হয়, ‘আমাদের মা সিলভিয়া আজ (২৭ জানুয়ারি) সকালে মারা গেছেন। তিনি অভূতপূর্ব জীবনযাপন করেছেন এবং শেষ পর্যন্ত আমাদের সুখ ও আনন্দ দিয়েছেন। গতকাল আমরা আমাদের সমস্ত অ্যাডভেঞ্চারের কথা একসঙ্গে স্মরণ করছিলাম। তাকে খুব মিস করবো আমরা।’

সিমস ১৯৩৪ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়ে লন্ডন থেকে সরিয়ে নেওয়া কয়েক হাজার শিশুর মধ্যে তিনিও একজন। মাত্র পাঁচ বছর বয়সে লন্ডন ছাড়তে হয় তাকে। প্রথমে কেন্টে এবং তারপর ১৯৪০ সালে মনমাউথশায়ারে চলে যান অভিনেত্রী। সেখানে থিয়েটার থেকে নিজের অভিনয়জীবন শুরু করেন সিলভিয়া।

১৯৫০-এর দশকে ‘আইস কোল্ড ইন অ্যালেক্স’ দিয়ে খ্যাতি অর্জন করেন অভিনেত্রী। ‘উইমেন ইন এ ড্রেসিং গাউন’ এবং ‘নো ট্রিস ইন দ্য স্ট্রিট’-এ অভিনয় করে বাফটা পুরস্কারের জন্য মনোনীত হন অভিনেত্রী। পরে তিনি ‘পিক প্র্যাকটিস’ এবং ‘ইস্টএন্ডার্স’-এর মতো টিভি শো’তে অভিনয় করেন। ১৯৫৬ সালে অ্যালান এডনিকে বিয়ে করেন সিলভিয়া। ১৯৯১ সালে আইটিভির ‘থ্যাচার: দ্য ফাইনাল ডেজ’-এ প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন সিলভিয়া। ২০০৬ সালে তিনি ডেম হেলেন মিরনের বিপরীতে ‘দ্য কুইন’ চলচ্চিত্রে রানির মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন