শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেন যুদ্ধকালীন ইমরানের পর বিলওয়ালের মস্কো সফর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ১:২১ পিএম


ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দ্বিতীয় কোনো নেতা হিসেবে মস্কো সফরে গেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। রোববার দুই দিনের সরকারি সফরে মস্কো পৌঁছান বিলওয়াল। ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ও বাণিজ্যমন্ত্রী সৈয়দ নাভিদ কামার ওয়াশিংটন সফর করবেন বলেও ইঙ্গিত দেওয়া হয়। ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনরায় জোরদার করার প্রচেষ্টা হিসেবে এ সফর করা হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণেই মস্কো সফরে গেছেন বিলওয়াল। আজ সোমবার দুই পররাষ্ট্রমন্ত্রী একটি বৈঠকে অংশগ্রহণ করবেন।

এর আগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি মস্কো সফরে যান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন