চট্টগ্রামের পটিয়া উপজেলার ৪ ইউনিয়নের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে নগদঅর্থসহ ঢেউটিন, খাদ্যসামগ্রী, গৃহনির্মাণ মঞ্জুরী ও কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার আশিয়া, কেলিশহর, ছনহরা ও ধলঘাট ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ২৬ পরিবারের মধ্যে প্রত্যেককে ১ লাখ ৫৬ হাজার টাকা, ১ বস্তা চাউল, ১ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরী এবং কম্বল প্রদান করা হয়। পটিয়া উপজেলা পরিষদ মাঠে গতকাল দুপুরে ত্রাণ পূর্ণবাসন কর্মকর্তা রবিউল হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপত্বিতে সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মহাপরিচালক মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন- মন্ত্রণালয়ের উপ-পরিচালক এসবিবি প্রকল্পের পরিচালক আওলাদ হোসেন, ব্রিজ-কালভার্ট নির্মাণ প্রকল্পের উপ-পরিচালক ইসমাইল হোসেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্ত্তী, ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ইউপি চেয়ারম্যান এম.এ হাশেম, সরোজ কুমার সেন নান্টু, আবদুর রশিদ দৌলতী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন