রাজধানীর মানিকনগর ওয়াসা রোডস্থ জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমাদ মাদরাসা প্রাঙ্গনে ছাত্রদের পাগড়ি প্রদান ও খতমে বুখারী উপলক্ষে ১০তম বার্ষিক ইসলাহী মাহফিল আগামীকাল বাদ জোহর শুরু হবে। মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মুহাম্মাদ আব্দুল গণীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ফরিদাবাদ মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস। এতে আরো বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী, টিকাটুলি জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন আশ্রাফি, মুফতি মুহাম্মদ আব্দুস সালাম, মুফতি মুহাম্মদ আবু সাঈদ, মাওলানা মেরাজুল হক মাজহারী ও মুফতি মুহাম্মদ ইমাদুদ্দিন। হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমাদ মাহফিল সফল করার অনুরোধ জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন