বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তারল্য সঙ্কটের মধ্যেই জ্বালানি ঘাটতির সম্মুখীন পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৩, ৭:৫৩ পিএম

পাকিস্তান ফেব্রুয়ারী মাসে জ্বালানী সরবরাহে সঙ্কটের সম্মুখীন হতে পারে কারণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের কারণে ব্যাঙ্কগুলি আমদানির জন্য অর্থায়ন এবং অর্থ প্রদানের সুবিধা বন্ধ করে দিয়েছে, ব্যবসায়ী এবং শিল্প সূত্র জানিয়েছে।

দেশটি অর্থপ্রদানের ভারসাম্য সঙ্কটের মুখোমুখি হচ্ছে এবং রুপির মূল্য হ্রাস আমদানি পণ্যের দামকে বাড়িয়ে তুলছে। জ্বালানি আমদানি বিলের একটি বড় অংশ নিয়ে গঠিত। পাকিস্তান সাধারণত আমদানিকৃত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে তার বার্ষিক বিদ্যুতের চাহিদার এক তৃতীয়াংশেরও বেশি পূরণ করে, যার দাম রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পরে বেড়ে যায়।

‘এই পাক্ষিকের কোনো অভাব নেই। আমাদের যদি এখনই এলসি (ক্রেডিট লেটার) খোলা না থাকে, তাহলে আমরা হয়তো আগামী পাক্ষিকের মধ্যে ঘাটতি দেখতে পাব,’ তেল কোম্পানিগুলোর একজনের একজন সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেছেন। আমদানিকারকের ব্যাঙ্কগুলি দ্বারা জারি করা ক্রেডিট লেটার হল রপ্তানিকারকের কাছে তেল বাণিজ্যে অর্থপ্রদানের গ্যারান্টির একটি আদর্শ ফর্ম।

তবে তেল ব্যবসায়ীরা বৈদেশিক মুদ্রার তীব্র ঘাটতির কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো থেকে দূরে সরে যাচ্ছে। পাকিস্তান রোববার পেট্রোল এবং ডিজেলের দাম ১৬ শতাংশ বাড়িয়ে ২৪৯.৮০ রুপি প্রতি লিটার করেছে এবং একটি স্থগিত বেলআউট প্যাকেজ আনলক করার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে আলোচনা করছে। সূত্র: ডন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন