বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ফের এমপি আঃ ওদুদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১০ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ নির্বাচনে বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের চেয়ে ৩ হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছে। তিনি মোট পেয়েছেন ৫৯ হাজার ৬৩৮ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খান।


গালিভ খান বলেন; সামিউল হক লিটন পেয়েছেন ৫৫ হাজার ৯৮০ ভোট। এছাড়াও বিএনএফের দলীয় টেলিভিশনের প্রার্থী কামরুজ্জামান খাঁন পেয়েছেন ৪ হাজার ৪০ ভোট। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ করা হয়েছে। এই আসনে দুইজন দলীয় প্রার্থীসহ মোট ৩ জন।

তিনি আরও বলেন; এই আসনে ভোট পড়েছে ভোট পড়েছে ১ লাখ ১৯ হাজার ৬৫৮ জন।
এবং গড়ে ভোট পড়েছে ২৯ দশমিক ০৮ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১৭২ জন প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ১ হাজার ২৪০ জন ও ২ হাজার ৪৮০ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্ব পালন করছিলোন। এই সংসদীয় আসনটিতে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। ১৭২ টি ভোট কেন্দ্র ১৭২টি ১ হাজার ২৪০ টি ভোট কক্ষে ভোটাররা ভোট দিয়েছেন।


প্রসঙ্গতঃ আব্দুল ওদুদ এর আগে দুইবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
নিয়ন ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১:১৫ এএম says : 0
আবারো জামাত বিএনপির টাকায় বিকিয়ে গেল আওয়ামী নৌকা। ধানের শীষ ভাইয়ের স্থলাভিষিক্ত হলো নৌকার কলাগাছ ????????????
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন