বিনা মূল্যে পাঠ্যবইয়ের ভুল-অসংগতি চিহ্নিত করে সংশোধনসংক্রান্ত কমিটিতে না জানিয়ে সদস্য করায় সেই কমিটিতে কাজ করবেন না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মো. অহিদুজ্জামান।
শিক্ষা মন্ত্রণালয়ের ওপরক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, এখন পর্যন্ত একটি লোক যোগাযোগ করেননি। আমি কি ওনাদের (শিক্ষা মন্ত্রণালয়) কর্মচারী যে একটি চিঠি দিয়ে দিল আর কাজ করব? আমি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী না।
বিতর্কের মুখে পাঠ্যবইয়ের ভুলভ্রান্তি চিহ্নিত করে সংশোধন এবং এতে কারও কোনো গাফিলতি ছিল কি না, খতিয়ে দেখতে গত মঙ্গলবার দুটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে দুটি আলাদা আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে বিশেষজ্ঞ কমিটির প্রধান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আবদুল হালিমকে। আর প্রশাসনিক তদন্ত কমিটির প্রধান করার সিদ্ধান্ত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তারকে। বিশেষজ্ঞ কমিটিতে প্রথমে অধ্যাপক মো. অহিদুজ্জামানকে প্রধান করার আলোচনা হলেও তা পরিবর্তন করা হয়। পরে তাকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়।
এই পরিবর্তনের কারণেক্ষুব্ধ হন অধ্যাপক অহিদুজ্জামান। এ বিষয়ে তিনি বলেন, যত দূর তিনি শুনেছিলেন তাকে প্রধান করে এই কমিটি করার কথা। এরপর তারা (শিক্ষা মন্ত্রণালয়) সদস্য করেছে। কিন্তু ন্য‚নতম যোগাযোগ করেনি। এটি তো সৌজন্যতা। তিনি সিনিয়র শিক্ষক, কিন্তু তারা সম্মান করতে জানে না। এটা খুবই দুঃখজনক। জাতির পিতা বঙ্গবন্ধু শিক্ষকদের সম্মান করতেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের সম্মান করেন। এটা তাদের (শিক্ষা মন্ত্রণালয়) বুঝতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী সাত সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ কমিটিকে সময় দেওয়া হয়েছে এক মাস। এ সময়ের মধ্যে তারা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ে ভুল ও অসংগতি চিহ্নিত করে সংশোধনের বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে। আর প্রশাসনিক তদন্ত কমিটিও সাত সদস্যের। তাদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। কমিটি এই দুই ক্লাসে বই নিয়ে গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল ছিল কি না তা দেখবে। এর আগে ২৪ জানুয়ারি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি দুটি কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।###
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন