বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকীতে ৬০ হাজার ইভেন্ট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১৫ পিএম

ইরানে ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে ৬০ হাজারের অধিক ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একজন সংগঠক একথা জানিয়েছেন।

ফজর উদযাপন সদর দফতরের প্রধান নেজাম আল-দ্বীন মুসাভি বলেছেন, ১ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে স্কুল, বিশ্ববিদ্যালয়, মসজিদ, কারখানা, অফিস এবং অন্যান্য স্থানে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই উদযাপনকে ইরানে ফজর দশ দিন (দশক) বলা হয়।

তিনি বলেন, ফজর অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে ইসলামি বিপ্লবের প্রয়াত প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)-এর মাজারে সংসদ স্পিকারের ভাষণ, ১ লাখ ১০ হাজার স্কুলে প্রতীকী ঘণ্টা বাজানো এবং ১৯ হাজার কবরস্থানে শহীদদের স্মরণ অনুষ্ঠান।

এছাড়াও, দিবসটি উপলক্ষে ৮০ হাজার মসজিদ এবং ৫০ হাজার বসিজ ঘাঁটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে।

সূত্র: মেহর নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন