শুক্রবার , ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯, ১ রমজান ১৪৪৪ হিজিরী

আন্তর্জাতিক সংবাদ

দরপতন অব্যাহত, নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া স্থগিত করলো ভারতের আদানি গ্রুপ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫৩ এএম

দরপতন অব্যাহত থাকায় নতুন শেয়ার বা FPO ছাড়ার প্রক্রিয়া স্থগিত করলো ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ। বুধবার (১ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেয়া হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ঘোষণায় জানানো হয়, ২০ হাজার কোটি রুপির নতুন শেয়ার ছাড়ার যে সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল; সেটি আপাতত কার্যকর হচ্ছে না। এরইমধ্যে যারা এফপিওতে আবেদন করেছেন, তাদের অর্থ ফেরত দেয়ার কথাও জানিয়েছে আদানি গোষ্ঠী।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে কেন্দ্রীয় বাজেট ঘোষণার দিনই ভারতের অর্থনীতি বড় ধাক্কা খেলো।

সম্প্রতি ভারতীয় শিল্পগোষ্ঠীর ‘প্রতারণা’ নিয়ে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান- হিন্ডেনবার্গ প্রতিবেদন প্রকাশের পরই দরপতন ঘটছে তাদের সাতটি সংস্থার শেয়ারের। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে আদানি গ্রুপ। উল্টো হিন্ডেনবার্গকে লিখেছে ৪১৩ পাতার জবাব। যাতে তাদের রিপোর্টকে ভিত্তিহীন বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন