রোববার , ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯, ৩ রমজান ১৪৪৪ হিজিরী

মহানগর

সমাজে পিছিয়ে পড়াদের প্রশিক্ষিত করছে ব্র্যাকের প্রাইড প্রজেক্ট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৩ পিএম

সমাজে পিছিয়ে পড়াদের প্রশিক্ষিত করে তাদেরকে রিটেইল সেক্টরে চাকরি পেতে সহায়তা করছে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রাইড প্রজেক্টের আওতায় ৫ হাজার ২০০ জন পিছিয়ে পড়া ও শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষিত করে তাদেরকে রিটেইল সেক্টরে চাকরি পেতে সহায়তা করছে। যার মধ্যে ৬০ ভাগ নারী, ৪০ ভাগ পুরুষ এবং ৭ ভাগ প্রতিবন্ধী ব্যক্তি।

বুধবার (১ ফেব্রুয়ারি)রাজধানীর শ্যামলীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক আলোচনা সভায় সংশিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান। আলোচনা সভায় বক্তারা বলেন, ইতোমধ্যে মোহাম্মদপুর সেন্টার থেকে গ্রেজুয়েট হওয়া প্রায় ৮৫ ভাগ প্রশিক্ষার্থী বিভিন্ন ব্র্যান্ডে সফলতার সাথে কাজ করছেন। তাদের মধ্যে ১১ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন।

বক্তারা বলেন, সমাজের সকল শ্রেণীর মানুষরা যেন প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে অবদান রাখতে আরো তৎপর হন। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধকতাকে দূর্বলতা না ভেবে বরং তাদের মেধা ও পরিশ্রমকে সম্মান জানানোর জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হয়। একটি দেশের সামগ্রিক উন্নয়ন তখনই সম্ভব হবে যখন নারী, পুরুষ, প্রতিবন্ধী ব্যক্তি তথা নানান ভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সকলের জন্য সমানভাবে উন্নয়নের সুযোগ সৃষ্টি করে দেয়া সম্ভব হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের সকল স্তরের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্যও আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ ব্র্যাককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাদের এই মহৎ উদ্যোগের জন্য এবং সমাজ ও দেশের উন্নয়নে নিরলসভাবে অবদান রাখার জন্য। পরিশেষে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর অপারেশন ম্যানেজার জনাব দেবাংশু কুমার ঘোষ, ঢাকা অঞ্চলের ডিভিশনাল ম্যানেজার জনাব মোহাম্মদ নাসির উদ্দিন এবং ডেপুটি ম্যানেজার তাসলিমা আক্তার বক্তব্য রাখেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবার কর্মকর্তা জনাব মোহাম্মদ জহির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নূর শাহি তাজমিনা, হাইকেয়ার স্কুল ঢাকার অধ্যক্ষ রওশন আরা বেগম, কোষাধ্যক্ষ বিশিষ্ট প্রকৌশলী কোরায়শী খোরশেদ আলম, ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল জামাল উদ্দিন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন