সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬ চৈত্র ১৪২৯, ২৭ শাবান ১৪৪৪ হিজিরী

আন্তর্জাতিক সংবাদ

মুসলমানদের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকে সম্মান করতে হবে: চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৫ পিএম

ধর্ম বিশ্বাসের স্বাধীনতায় বিশ্বাস ও একে সম্মান করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি আচরণ। মুসলমানদের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকেও সম্মান করতে হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। সম্প্রতি সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কুরআনের কপি পোড়ানো প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, এমন ঘটনা প্রমাণ করে যে, কোনো কোনো পাশ্চাত্য রাজনীতিবিদ ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন না, ধর্মীয় অনুভূতিকে সম্মানও করেন না। তাদের আচরণে শুধু ভণ্ডামিই প্রকাশ পায়।

তিনি আরও বলেন, চীন বরাবরই ইসলামসহ বিভিন্ন ধর্মের অনুসারীদের আবেগ ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ করে আসছে। ভবিষ্যতে চীন মুসলিম বিশ্বের সঙ্গে সভ্যতার-সংলাপের উদ্যোগ নেবে। সূত্র: সিআরআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন