র্যাব-৭ চট্টগ্রামের অভিযানে নৌদস্যু বাহিনীর প্রধান মোশাররফসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে আটটি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ টিম কক্সবাজার জেলার কুতুবদিয়া বড়খোপ এলাকায় বুধবার রাতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো- নৌদস্যু দলনেতা মোশারফ হোসেন (২৮) ও তার সহযোগী মো. আজিজ (২৩) ও রবিউল হাসান (২০)। এ সময় মোশাররফের কোমরে গোঁজানো অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়।
পরে তাদের দেখানো মতে, কুতুবদিয়ার শিকদার পাড়ার একটি ছাপড়া ঘরের ভেতর থেকে প্লাস্টিকের বস্তাভর্তি তিনটি এসবিবিএল, চারটি এলজি এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব জানায়, মোশারফের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ ও কুতুবদিয়া থানায় ছয়টি মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন