শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অক্সফোর্ড অভিধানে ‘বিন্দাস’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৭ এএম

অক্সফোর্ডের অভিধানে জায়গা করে নিল মোট ৮০০টি ভারতীয় শব্দ। সেই তালিকায় রয়েছে ‘দেশ’, ‘বিন্দাস’, ‘দিয়া’র মতো বহু ভারতীয় শব্দ। ব্রিটিশ অভিধানের তরফে জানানো হয়েছে, ইংল্যান্ড ও আমেরিকার পর ভারতীয় ইংরেজিকেই গুরুত্ব দেওয়া হয় তাদের তরফে। তবে লিখিত অভিধান নয়, অডিও অভিধানে জায়গা করে নিয়েছে ভারতীয় শব্দগুলো। ভারত ছাড়াও মোট ১৬টি দেশের ইংরেজি শব্দ রাখা হয়েছে অক্সফোর্ডের এ অডিও অভিধানে।

২০১৬ সাল থেকেই এ অডিও অভিধান তৈরির কাজ শুরু করেছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। ব্রিটেন ও আমেরিকা ছাড়াও যেসমস্ত দেশের মানুষ ইংরাজি বলে থাকেন, তাঁদের শব্দভান্ডারকে নিজেদের অভিধানের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয় অক্সফোর্ড। এই সংস্থার এডিটর ক্যাথারিন স্যাংস্টার জানিয়েছেন, ‘আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি ভারতীয় ইংরেজিও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ’। সূত্র : নিউজ১৮।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন