মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ০৫ রমজান ১৪৪৪ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে ডিশ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আটক ২

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৩ পিএম

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকায় বরই ফল পাড়তে নিষেধ করাকে কেন্দ্র করে কাজেম আলী বিদ্যুৎ (৪০) নামের এক ডিশ ব্যবসায়ীকে হত্যা মামলায় মূলহোতাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মুশরইল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলো নগরীর শাহমখদুম থানার গাংপাড়া এলাকার মৃত আজম আলীর ছেলে মো. নাসিম (২২) ও পবা নতুনপাড়া এলাকার মৃত সাজ্জাদ আলীর ছেলে মো: শুভ (২০)।

মামলায় গাংপাড়া এলাকার মো. হান্নানের ছেলে মো. আকাশকেও (২০) আসামি করা হয়েছে। নিহত কাজেম আলী নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম স্কুলপাড়া মহল্লার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে তাঁকে বাড়ির সামনে ছুরিকাঘাত করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতে তিনজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন নিহত কাজেমের ছোট বোন মৌসুমী খাতুন (৩৬)।
এজাহারে বলা হয়, আসামিরা দুপুরে বাদীর বাড়ির সামনে থাকা বরইগাছে ঢিল ছুড়ছিলেন। কাজেম এতে নিষেধ করেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে আসামি শুভ কাজেমের পেটে ছুরিকাঘাত করেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে কাজেমের মৃত্যু হয়।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ জানান, গ্রেপ্তার দুই আসামি তাঁদের অপরাধ স্বীকার করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার দুজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন