শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আড়াই ঘণ্টা পর ওসমানী বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৬ পিএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় বিমানের চাকা ফেটে যাওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ চৌধুরী বিমান চলাচলের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুপুর দেড়টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা ফেটে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়।

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ চৌধুরী জানান, দুপুর দেড়টায় সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ঢাকা যাচ্ছিল। ৬০২ নম্বরের ওই ফ্লাইট ১০০ জন যাত্রী নিয়ে রানওয়েতে ওঠার পর সেটির একটি চাকা পাংচার হয়ে যায়। এ সময় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন