শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বের সবচেয়ে দামি পানির বোতলের মূল্য ৪৬ লাখ ডলার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

যদিও পানির মতো একটি মৌলিক প্রয়োজনীয়তার সাথে ‘ব্যয়বহুল’ শব্দটিকে একই বাক্যে বৈশিষ্ট্যযুক্ত করা উচিত নয়, কিন্তু বর্তমান বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল পানির মূল্য ৪৬ লাখ মর্কিন ডলার। ‘এক্যুয়া দ্য ক্রিস্তালো ত্রিবিউতো এ মোদিঁলিয়ানি’ নামক এ পানির উৎস হল ফিজি এবং ফ্রান্সের প্রাকৃতিক ঝর্ণা এবং এতে আইসল্যান্ডের প্রকৃত হিমবাহের পানির মিশ্রনও রয়েছে। এর মধ্যে আরও রয়েছে ২৩ ক্যারেট স্বর্ণের গুড়া, যার উপস্থিতি এ বিশেষ পানিকে সাধারণ পানির তুলনায় আরো ক্ষারীয় করে তোলে। কথিত আছে যে, স্বর্ণলিমশ পানি স্বাভাবিক পানির চেয়ে বেশি শক্তিদায়ক। তবে, এ পানি শুধুমাত্র বিশ্বের সবচেয়ে ব্যয়বহুলই নয়, এর বোতলও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী। মেক্সিকান ডিজাইনার ফার্নান্দো আলতামিরানোর নকশা করা হস্তনির্মিত কাচের বোতলটি প্রয়াত ইতালীয় শিল্পী অ্যামেডিও ক্লেমেন্তে মোদিঁলিয়ানির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং ৬ হাজার উচ্চ-মানের হীরা খচিত প্ল্যাটিনাম দিয়ে তৈরি করা হয়েছে। ২০১০ সালে এক্যুয়া দ্য ক্রিস্তালো ত্রিবিউতো এ মোদিঁলিয়ানি ৬০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। এ বিক্রয় থেকে পাওয়া অর্থ বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করার জন্য দাতব্য সংস্থায় দান করা হয়েছিল। সূত্র : লাক্সারি লঞ্চেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন