বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৬ পিএম

চলতি বছরে ফিফা উইন্ডোর সবগুলো স্লটাই কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পুরুষ জাতীয় দলের পাশাপাশি নারী দলকেও ফিফা উইন্ডোতে নিয়মিত প্রীতি ম্যাচ খেলানোর লক্ষ্য তাদের। বাফুফের পরিকল্পনা অনুযায়ী সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী দল বছরের প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। অলিম্পিক ফুটবল বাছাইয়ের প্রস্তুতি হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের মাঠে স্বাগতিক দলের বিপক্ষে সাবিনা খাতুনদের প্রীতি ম্যাচ পরীক্ষা। বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ রোববার এ তথ্য নিশ্চিত করেন। এদিন কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে ১৬ ফেব্রুয়ারি সেখানে যাবে সাবিনারা। এর দুইদিন পর ফিফা টায়ার-১ ম্যাচটি অনুষ্ঠিত হবে।’

কিরণ আরও বলেন,‘আমরা সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিলাম। তবে ওরা একটির বেশি খেলতে রাজি হয়নি। আপাতত একটি প্রীতি ও একটি প্রস্তুতি ম্যাচ খেলছি ওদের সঙ্গে। প্রীতি ম্যাচ খেলার পরের দিন অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি। এ ম্যাচ হবে দুই দেশের অবশিষ্ট একাদশ নিয়ে।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশের অবস্থান ১৪০তম, সিঙ্গাপুর ১৩৪। এই দলটির বিপক্ষে প্রীতি ও প্রস্তুতি ম্যাচ শেষে মার্চে ঢাকায় কম্বোডিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ইঙ্গিতও দিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন। এ প্রসঙ্গে তিনি বলেন,‘কম্বোডিয়া বাংলাদেশে আসতে চেয়েছিল এপ্রিলে। আমরা বলেছি মার্চে আসতে। তারা যদি মার্চে আসতে পারে তাহলে বাংলাদেশেই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন